ঢাকা দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১১ জুন ২০১৮

আংশিক কমিটি গঠনের এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা থাকলেও তা এক বছর পর বাস্তবায়ন করলো ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

২০১৭ সালের এপ্রিলের মাঝামাঝি ঢাকা মহানগরকে দক্ষিণ ও উত্তরে ভাগ করে হাবিব উন নবী খান সোহেল এবং আব্দুল কাইয়ুমকে দায়িত্ব দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দলীয় প্রধানের নির্দেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় ঢাকা দক্ষিণের ৭০ সদস্যের এবং উত্তরের ৬৪ সদস্যের এই আংশিক কমিটি অনুমোদন করেন।

চলতি মাসের ৪ তারিখে ঢাকা মহানগর উত্তর বিএনপি তাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। অন্যদিকে রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় ঢাকা দক্ষিণ বিএনপি তাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। কয়েকটি গণমাধ্যমে তারা পূর্ণাঙ্গ কমিটির তালিকা ইমেইলে পাঠায়।

সোমবার দুপুর ১২টা ৫১ মিনিটে এ প্রতিবেদক দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটির তালিকার মেইল পান। দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার স্বাক্ষরিত ইমেইল বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের ২১টি থানা ও ৮টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির নতুন ঘোষিত থানা কমিটিগুলো হলো-

ধানমন্ডি থানা
সভাপতি শেখ রবিউল আলম রবি, সাধারণ সম্পাদক আবুল খায়ের বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক উদ্দিন ভুইয়া, জামান হোসেন জুয়েলসহ ২৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

কলাবাগান থানা
সভাপতি সিরাজুল ইসলাম মিয়াজী, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ, সাংগঠনিক সম্পাদক মো. খলিল কিবরিয়া লাকীসহ ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

হাজারীবাগ থানা
সভাপতি মজিবুর রহমান মজু, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ সবুজসহ ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

কামরাঙ্গীর চর থানা
সভাপতি হাজী মনির হোসেন, সাধারণ সম্পাদক মো. নাঈম, সাংগঠনিক সম্পাদক-হাজী মো. আওলাত হোসেন, মো. শহীদুল হকসহ ১৯সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

নিউ মার্কেট থানা
সভাপতি অ্যাড. মকবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ,হারুন হাওলাদার, হাসিবুর রহমান হাসিবসহ ২২সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

যাত্রাবাড়ী থানা
সভাপতি নবীউল্লাহ নবী, সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ আতিক, সাধারণ সম্পাদক আলহাজ বাদল সরদার, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান ভান্ডারীসহ ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

ডেমরা থানা
সভাপতি মো. জয়নাল আবেদীন রতন , সিনিয়র সভাপতি-আকবর হোসেন নান্টু, সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলমসহ ২২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

ওয়ারী থানা
সভাপতি হাজী লিয়াকত আলী, সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহম্মদ আরিফ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক সেলিম, কে এম টমাসসহ ২৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

মতিঝিল থানা
সভাপতি হাসিবুর রহমান মানু, সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেনসহ ৭৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

শ্যামপুর থানা
সভাপতি আঃ নঃ মঃ সাইফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি হাজী মোজাম্মেল, সাধারণ সম্পাদক আলিম আল রাজ জুয়েল, সাংগঠনিক সম্পাদক কাজী মাহবুব মাওলা হিমেল, শাহ আলম মোল্লা সহ ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

কদমতলী থানা
সভাপতি হাজী মির হোসেন মিরু, সাধারণ সম্পাদক তানভীর আহম্মদ রবিন , সাংগঠনিক সম্পাদক বাদল রানা, বাবুল তালুকদারসহ ২৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

কোতোয়ালী থানা
সভাপতি হায়দার আলী বাবলা, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন রিপন, সাধারণ সম্পাদক আনোয়ার আল আজিম, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ , মোল্লা সাইফুল, মুসতাক আহম্মেদসহ ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

শাহবাগ থানা
সভাপতি আবুল আহসান তালুকদার ননী, সিনিয়র সহ সভাপতি মো. সামছুল আলম চিনু, সাধারণ সম্পাদক এম এ হান্নান, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন ভুইয়াসহ ২৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

সবুজবাগ থানা
সভাপতি হাজী মো. গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মো. ইয়াহিয়া বাবুসহ ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

মুগদা থানা
সভাপতি মো. আলী চায়না, সিনিয়র সহ সভাপতি মো. মাসুদ হোসেন, সাধারণ সম্পাদক সামসুল হুদা কাজল, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হুদাসহ ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

পল্টন থানা
লোকমান হোসেন ফকির, সিনিয়র সহ-সভাপতি-এম এম আব্বাস,সাধারণ সম্পাদক মো. কাজী হাসিবুর রহমান শাকিল, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম পাটোয়ারী সেকেন্দার ব্যাপারী, ইমরান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক- শাহাদাত হোসেন তুহিনসহ ২২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

রমনা থানা
সভাপতি আরিফুর রহমান আরিফ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলামসহ ২২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

গেন্ডারিয়া থানা
সভাপতি-মকবুল ইসলাম খান টিপু, সিনিয়র সহ সভাপতি হাজী লিয়াকত, সাধারণ সম্পাদক আঃ কাদের, সাংগঠনিক সম্পাদক হাফেজ ওয়াছেক বিল্লাহ, ডালী মামুনুর রশিদ অপুসহ ২৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

চক বাজার থানা
সভাপতি-আনোয়ার পারভেজ বাদল, সিনিয়র সহ সভাপতি হাজী টিপু সুলতান, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

সূএাপুর থানা
সভাপতি এম এ সাহেদ মন্টু, সিনিয়র সহ সভাপতি আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক হাজী আক্তার, আহসানুজ্জামান তানভীরসহ ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

বংশাল থানা
সভাপতি তাইজুল ইসলাম তাইজু ,সাধারণ সম্পাদক মামুন আহম্মেদ মামুন, সাংগঠনিক সম্পাদক হাজী মো. আদিল শাহসহ ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যেসব ওয়ার্ড কমিটি করা হয়েছে সেগুলো হলো-

শাহবাগ থানা ২০ নং ওয়ার্ড
সভাপতি জাহিদ হোসেন নোয়াব, সিনিয়র সহ সভাপতি তৌহিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বপন,যুগ্ম সাধারণ সম্পাদক মোর্সেদ আলমসহ ২০৩ সদস্য বিশিষ্ট কমিটি।

রমনা থানা ১৯ নং ওয়ার্ড
সভাপতি আবদুল মোতালেব রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ ৭ সদস্য বিশিষ্ট কমিটি।

হাজারীবাগ থানা ১৪ নং ওয়ার্ড
সভাপতি জাহাঙ্গীর আলম ভুইয়া, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি।

হাজারীবাগ থানা ২২ নং ওয়ার্ড
সভাপতি নুরুল হক আরজু, সিনিয়র সহ সভাপতি-ইসলাম উদ্দিন, হাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. খোকন সহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি।

কামরাঙ্গীর চর থানা ৫৭ নং ওয়ার্ড
সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জুরায়ের আহম্মেদ পলাশ, সাংগঠনিক সম্পাদক মো. খায়ের উদ্দিন, মো. রাসেলসহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি।

কামরাঙ্গীর চর থানা ৫৬ নং ওয়ার্ড
সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রসুল শামীম, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, মো. সিরাজুল হক মোড়লসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

কামরাঙ্গীর চর থানা ৫৫ নং ওয়ার্ড
সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক দীন ইসলামসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

কেএইচ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।