রাবিতে মোটরসাইকেল চলাচলে প্রশাসনের কঠোরতা


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০২ আগস্ট ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে কঠোর নিদের্শাবলী দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  ক্যাম্পাসে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল রোধ, বহিরাগতদের অবাধে প্রবেশ ঠেকানো, ছিনতাই ও ছাত্রীদের ইভটিজিং করা ঠেকাতে এ সিন্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান এসব তথ্য জানান।

প্রক্টর তারিকুল হাসান জানান, বহিরাগতরা অবাধে ক্যাম্পাসে প্রবেশ করে ছিনতাই, ইভটিজিংসহ নানা অপর্কম করে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।  এছাড়া ক্যাম্পাসে অনেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়।  যা ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করে।  এটি নিয়ন্ত্রণে যান চলাচলে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

যান চলাচলে প্রশাসনের নির্দেশনার মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের কাজলা ও মাজার গেট দিয়ে মোটরসাইকেল চলাচল করতে পারবে না, তবে প্রধান ফটক দিয়ে চলাচল করতে পারবে। ক্যাম্পাসের ভেতরে মোটরসাইকেলের গতি সর্বোচ্চ ২০ কি.মি/ঘণ্টা রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্টিকারবিহীন মোটরসাইকেল ক্যাম্পাসে নিষিদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ের স্টিকারবিহীন গাড়ি পুলিশ আটক করলে কর্তৃপক্ষ দায়িত্ব নেবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, ২০১৩ সাল থেকে ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেলসহ সব ধরনের যানবাবাহনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত স্টিকার লাগানো বাধ্যতামূলক করা হয়।  কিন্তু তারপরও সবাই স্টিকার গ্রহণ না করায় এতদিন মোটরসাইকেল নিযন্ত্রণ করা যাচ্ছিল না।  গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা তাদের যানবাহনের জন্য স্টিকার নিয়েছেন।  এখনও নিচ্ছেন।  ফলে বর্তমানে প্রশাসন যান চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে।

প্রক্টর তারিকুল হাসান আরো বলেন, কেউ যদি ক্যাম্পাসে স্টিকারবিহীন মোটরসাইকেল চালান, প্রথমে তাকে সাবধান করে দেওয়া হবে।  তবে দ্বিতীয় দফায় কেউ এ কাজ করলে তাকে আইনের আওতায় আনা হবে।  আগামী সোমবার থেকে এসব নিদের্শনাবলী কার্যকর হবে।  শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে রোববার থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।  প্রয়োজনে মাইকিং ও ব্যানারও লাগানো হবে।  এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করা হয়েছে।  তারা সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।