রাজধানীতে দুটি ব্লাড ব্যাংককে জরিমানা
রাজধানীর পান্থপথ ও কলাবাগান এলাকায় আলিফ ও দি ডায়াগনোসিস ব্লাড ব্যাংকে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরীক্ষা, ব্যবহৃত রক্তের ব্যাগ পূনর্ব্যবহারে দায়ে প্রতিষ্ঠান দুটিকে ৮৫ হাজার টাকা জরিমানা করে র্যাবের পরিচালিত ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুর ২টার দিকে র্যাব-২ এর উপ-পরিচালক ড. মো. দিদারুল আলমের নেতৃত্বে ও স্বাস্থ্য অধিদপ্তরের ডা. রাশেদ আহম্মেদ এর উপস্থিতিতে র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. হেলাল উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. হেলাল উদ্দিন বলেন, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, ব্যবহৃত রক্তের ব্যাগ পূণর্ব্যবহার, ব্লাড ট্যান্সমিশন বিশেষজ্ঞ অনুপস্থিতি, সার্বক্ষণিক মেডিক্যাল অফিসারের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে।
এছাড়া সেবার মূল্য তালিকা না থাকায় নিরাপদ রক্ত সঞ্চালন আইন ২০০২ এর ২১(২) ২২(২) (ক) ২৭ ধারা মোতাবেক আলিফ ব্লাড ব্যাংককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনে ও ভোক্তা অধিকার সংরক্ষণের ৮ ধারা মোতাবেক দি ডায়াগনোসিস ব্লাড ব্যাংককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেইউ/আরএস/এমআরআই