বাংলাদেশের রাজনীতি বিষাক্ত : ড. এমাজউদ্দীন


প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০২ আগস্ট ২০১৫

বাংলাদেশের রাজনীতিকে বিষাক্ত উল্লেখ করে রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমেদ বলেছেন, এই বিষাক্ত রাজনীতির স্পর্শ লেগে রাজনীতি অর্থনীতি সর্বোপরি দেশের সামাজিক প্রতিষ্ঠানগুলোও বিষাক্ত হয়ে পড়েছে।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ‘সারা দেশে অব্যাহত নৃসংশ নিষ্ঠুর বর্বরোচিত নারী ও শিশু নির্যাতন প্রতিবাদ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যতক্ষন পর্যন্ত টকশিক রাজনীতি সমাজ থেকে দূর করা সম্ভব না হবে ততক্ষন পর্যন্ত দেশ এগিয়ে যাওয়া সম্ভব না। সমাজ থেকে আগে রাজনীতির দুর্বিত্তায়ন দূর করতে হবে। নারী পুরুষ সবাই মিলে বাস যোগ্য পরিবেশ সৃষ্টি করতে হবে।

এমাজউদ্দীন আহমেদ বলেন, বর্তমানে বাংলাদেশে নারী ও শিশুর অধিকার এতো নিম্নপর্যায়ে চলে গেছে যে মায়ের গর্ভে শিশুরা রেহাই পাচ্ছে না। তাদের অধিকার রক্ষার জন্য যাদেরকে দায়িত্ব দেয়া হচ্ছে তাদের আচরণ গ্রহনযোগ্য নয় এবং তাদের বিচারের জন্য যাদের দায়িত্ব দেয়া হচ্ছে তাদের আচরন ও সঠিক নয়।

তিনি আরো বলেন, সীমাহীন ত্যাগ তিতীক্ষার মাধ্যমে যে রাষ্ট্রের জন্ম হয়েছে। সেই রাষ্ট্রে নারী ও শিশু নির্যাতন মেনে নেয়া যায় না।

আয়োজক সংগঠনের সভাপতি নূরী আরা সাফার সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ,সংগঠনের সাধারণ সম্পাদিকা শিরীন সুলতানা প্রমুখ।

এমএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।