বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাবিতে কর্মসূচি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪০দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বর্তমানে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির শনিবার সকালে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির প্রথম দিনে (শনিবার) কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়। এরপর ৩ আগস্ট স্বেচ্ছায় রক্তদান, ৬ আগস্ট বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্যচিত্র, ৭ আগস্ট টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শোক র্যালি, দোয়া মাহফিল, গণভোজ, ২১ আগস্ট ঘৃণা দিবস পালন ও গ্রেনেড হামলা মামলার দ্রুত বিচারের দাবিতে প্রতীকী অনশন, আলোকচিত্র প্রদর্শনী, ২২ আগস্ট ১৫ আগস্ট স্মরণে কবিতা উৎসবসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, জাতির পিতাকে হত্যার মাধ্যমে খুনীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে চেয়েছিল। তাদের সে স্বপ্ন সাময়িক সফল হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের প্রমুখ।
এইচঅার/এসঅাইএস/এমআরআই