জিয়ার সমাধিতে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদন
দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলায় চন্দ্রিমা উদ্যানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।’
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই।
পরে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ওলামা দলের উদ্যোগে সমাধিস্থলে দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দীন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মির্জা ফখরুলের নেতৃত্বে জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে টি অ্যান্ড টি খেলার মাঠে গরীব-দুস্থদের মাঝে ইফতার সামগ্রী, শুকনা খাবার ও কাপড় বিতরণ করা হয়।
কেএইচ/এমএমজেড/আরআইপি