ইস্পাত দৃঢ় ঐক্য চান ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১ পিএম, ২৯ মে ২০১৮

বর্তমান সরকারকে ‘ভয়াবহ স্বৈরাচার’ আখ্যা দিয়ে তাদের সরাতে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি কমিউনিটি সেন্টারে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।

ফখরুল বলেন, ‘আমি বক্তব্য একেবারেই বাড়াবো না, বারবার বলে এসেছি সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীসহ এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন তাদেরও সব সময় বলে এসেছি এবং বলছি জাতির সামনে আজকে যে সংকট সেই সংকট কোনো ব্যক্তির না কোনো দলের না। এই সংকট আজকে সমস্ত দেশের, সমগ্র জাতির। এই সংকট থেকে মুক্তি পেতে হলে এই ভয়াবহ স্বৈরাচার যারা আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে তাকে যদি পরাজিত করতে হবে। সেজন্য ছোটখাটো সমস্ত সমস্যা দূর করে আমাদের একটা ইস্পাত দূঢ় ঐক্য গড়ে তুলতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জাতীয় ঐক্যের মধ্য দিয়েই আমরা এই ভয়াবহ দানব শক্তিকে পরাজিত করতে পারবো। জনগণের ঐক্য প্রতিষ্ঠিত করতে পারবো। জনগণ আশান্বিত হতে পারবে এবং তাদের যে প্রত্যাশা সত্যিকার অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো।’

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি শুধু একটা কথা বলতে চাই, আজকে দেশেনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আবার আপিল বিভাগে পাঠিয়ে দেয়া হয়েছে জামিন স্টে করে দিয়ে। এই ষড়যন্ত্র শুরু হয়েছে তাকে গ্রেফতারের পরে থেকেই। তিনি নিঃসন্দেহে এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের পুরোভাগের নেতা। আমি আজকে এই ফোরাম থেকে আবারও তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমার মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণফোরামের কেন্দ্রীয় নেতা সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।

কেএইচ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।