‘ফোরটোয়েন্টি মার্কা নির্বাচন আর হবে না’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২৯ মে ২০১৮
ছবি-ফাইল

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘জনগণের মতামতের ওপর এ সরকারের বিশ্বাস নেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে আওয়ামী লীগের খবর আছে। সে কারণে আবার ৫ জানুয়ারি ফোরটোয়েন্টি মার্কা নির্বাচনের পাঁয়তারা চলছে।’

তিনি বলেন, ‘এ ধরনের কোনো নির্বাচন আর বাংলাদেশে হবে না।’

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন, এস এম আকরাম, বি ডি রহমতুল্লাহ, ড. এ হাছিব চৌধুরী প্রমুখ।

‘ইলেক্ট্রিক পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আই ই ই ই পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর সাইফুর রহমান।

মান্না বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গেলেন, ডি.লিট পুরস্কার নিলেন আর দেশে চলে এলেন। মমতার সঙ্গে বসে বৈঠক করলেন কিন্তু তিস্তার পানির কথা কিছুই বললেন না। একবারও ভাবলেন না দেশে গিয়ে কী জবাব দেব?’

তিনি বলেন, ‘সরকার উন্নয়ন উন্নয়ন বলে যে প্রচার-প্রচারণা চালাচ্ছে তা একটি ভ্রান্ত অপপ্রচার। বিদ্যুতের ক্ষেত্রে ১৬ হাজার মেগাওয়াটের কথা বললেও প্রকৃত পক্ষে ১১ হাজার মেগাওয়াটের বেশি নয়। একটু কিছু হলেই ঢাকঢোল পিটিয়ে এমনভাবে প্রচার করা হয়, যেন মহাকিছু অর্জন করে ফেলেছে।’

মান্না বলেন, ‘খুলনা সিটি করপোরেশনে ভোট হলো আর জাতি তা চেয়ে চেয়ে দেখল। একজন বৃদ্ধ ভোট দিতে গেছেন, তাকে বলা হলো চাচা আপনি চলে যান, আপনার ভোট হয়ে গেছে। ওই চাচা তখন জানতে চাইলেন, সফুরার মার ভোটও কি হয়ে গেছে? উত্তরে তারা বললেন, সফুরার মাও ভোট দিয়ে গেছেন। ওই বৃদ্ধ তখন বিলাপ করতে করতে বললেন, সফুরার মা ছয় মাস আগে মারা গেল, আবার এসে ভোটও দিয়ে গেল কিন্তু আমার সঙ্গে দেখা করল না।’ এসব খবর এখন ভাইরাল হয়ে গেছে- বলেন তিনি।

এফএইচএস/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।