বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
কুমিল্লায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ১৫ জন। শনিবার বিকেলে কুমিল্লা-চাঁদপুর সড়কের শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল পৌনে ৪টার দিকে ইকোনো পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো ২ জনসহ ৩ জনের মৃত্যু হয়। নিহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।
মো. কামাল উদ্দিন/এসএস/এমআরআই