গৃহবধূকে গাছে বেঁধে মারপিট : গ্রেফতার ৪


প্রকাশিত: ১১:৩৭ এএম, ০১ আগস্ট ২০১৫

বগুড়ার শাজাহানপুরে পরকীয়ার সম্পর্কের সূত্র ধরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক গৃহবধূকে গাছে বেঁধে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে আওয়ামী লীগ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। বিকেলে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার গোহাইল ইউনিয়নের শালিখা পূর্বপাড়া গ্রামের গৃহবধূর সঙ্গে প্রতিবেশী তোফাজ্জল হোসেন তোফার (২৫) পরকীয়া সর্ম্পক গড়ে ওঠে। সেই সূত্র ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তোফা ওই গৃহবধূর ঘরে ঢোকে। বিষয়টি গ্রামের কতিপয় লোক বুঝতে পেরে তাদের আটক করে। পরে গ্রাম্য সালিশে তারা পরকীয়ার কথা স্বীকার করে।

সালিশে গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমানসহ অন্যান্যরা তাদের গাছের সাথে বেঁধে রেখে মারপিট করে। এরপর তোফাকে ওই গৃহবধূর ঘরে বেঁধে রাখা হয়। রাতে তোফা কৌশলে পালিয়ে যায়। এ খবর পেয়ে শুক্রবার সকালে গ্রাম্য মাতব্বররা গৃহবধূ ও তার স্বামীকে সমাজচ্যুত করার ঘোষণা দেন। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে  গৃহবধূর স্বামী শাজাহানপুর থানায় আওয়ামী লীগ নেতাসহ ১১ জনের নামে মামলা দায়ের করে।

শনিবার পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত তাহের মুন্সির ছেলে আজিজুল হক (২৬),  হাফিজার রহমানের ছেলে আতিকুল (২৩), আবুল কালামের ছেলে সোহাগ (২৪), মোকছেদ শেখের ছেলে মামুন শেখকে (২৫) গ্রেফতার করে ।

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে তোফাজ্জল হোসেন তোফা  ও এক গৃহবধূকে আটক করে গাছের সঙ্গে বেঁধে মারপিট করে গ্রামের লোকজন। এছাড়াও পরের দিন সকালে ওই পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা দেন তারা। এ ঘটনায় মামলা নেয়া হয়েছে এবং ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

লিমন বাসার/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।