হেট স্টোরি-৩ নিয়ে আসছেন ডেইজি


প্রকাশিত: ১১:৩৪ এএম, ০১ আগস্ট ২০১৫

হেট স্টোরি ছবির প্রথম দুই পর্বের সফলতার পর তারই ধারাবাহিকতায় আসছে হেট স্টোরি-৩। আর এই ছবিতে প্রথম দুই ছবির আদলেই নায়িকা পাল্টাচ্ছে। প্রথম পর্বে পাওলি দাম, এবং দ্বিতীয় পর্বে সুরভিন চাওলার পর তৃতীয় পর্বে নায়িকা হিসেবে থাকছে `জয় হো` ছবিতে সালমানের বিপরীতে কাজ করা ডেইজি শাহ।

ইতোমধ্যেই হেট স্টোরি-৩ ছবির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিচালক ভিশাল পান্ডে। হেট স্টোরি ৩ তে কাজ করা নিয়ে ডেইজি বলেন `যে চরিত্রেই অভিনয় করি সেই চরিত্রটাই তখন আমার কাছে মুখ্য হয়ে ওঠে, এই ছবিতেও যে চরিত্রেই অভিনয় করি না কেন সেখানে গভীর ভাবে মনোনিবেশ করতে চাই`।

উল্লেখ্য হেট স্টোরি ৩ আরো অভিনয় করছেন জেরিন খান, কারান সিং ও শারমান জোশি। ছবিটি চলতি বছরের শেষ দিকে মুক্তি দেয়ার কথা রয়েছে।

আরএএইচ/এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।