শোক দিবসে জন্মদিনের কেক কাটবেন না : নাজমুল হুদা


প্রকাশিত: ০৭:৫১ এএম, ০১ আগস্ট ২০১৫

বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বিএনএফ’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নাজমুল হুদা বলেছেন, ১৫ আগস্ট আপনার জন্মদিন হতে পারে কিন্তু ভুলে যাবেনা এ দিন জাতীয় শোক দিবস। তাই এই দিন আপনি জন্মদিনের কেক কাটবেন না।

শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ইতিহাস সৃষ্টি করেছিলেন। পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। এজন্য বিশ্ব দরবারে আমরা প্রশংসিত। তাই শোক দিবসে জন্মদিনের কেক কাটবেন না। আসুন, সবাই মিলে জাতীয় শোক দিবস পালন করি।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।