আজ থেকে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ


প্রকাশিত: ০৪:০১ এএম, ০১ আগস্ট ২০১৫

মহাসড়কে অটোরিকশা, ভ্যান, সাইকেলের মতো কম গতির যান চলাচল আজ শনিবার) থেকে বন্ধ করা হয়েছে। এ বিষয়ে আগামিকাল রোববার থেকে অভিযান শুরু হবে।  ঈদুল ফিতরের সময় সারা দেশে সড়ক দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির পর মহাসড়কে অটোরিকশা বন্ধে প্রজ্ঞাপণ জারি করেন সরকার।

সূত্র জানায়, সারা দেশে এ অভিযানে বিআরটিএকে সহযোগিতা করবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। বিআরটিএর পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর কথা জানানো হয়েছে। পাশাপাশি মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধে বিআরটিএর পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

 উল্লেখ্য, গত ২২ জুলাই সচিবালয়ে  ঈদ যাত্রায় সড়কের পরিস্থিতি নিয়ে ‘মনিটরিং টিমের’ সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, জাতীয় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলতে পারবে না, এ মর্মে সিদ্ধান্ত  নেয়া হয়েছে। ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথাও জানান তিনি।

 এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।