রাশিফল : ১ আগস্ট ২০১৫
মেষ : দেশের বাইরে থেকে আপনার জন্য কোনো সুখবর আসতে পারে। ব্যবসায়ীদের জন্য লেনদেন কিছুটা জটিলতাপূর্ণ।
বৃষ : আপনার কাছে যারা গুরুত্বপূর্ণ তাদের ভেতর থেকে কেউ দেখা করার জন্য উদগ্রীব থাকবে। দিনের বেশির ভাগ সময় আজ অবাক হওয়ার ভেতর দিয়ে পার হবে।
মিথুন : অনেক দিন পর কাছের মানুষকে আবারও কাছে পাওয়ার সুযোগ আসছে। আজ শত অভিমান লুটিয়ে পড়বে প্রয়োজনের কাছে।
কর্কট :যখন তখন কেনাকাটা করা আপনার খুবই ভালো লাগার একটি বিষয়। বেরিয়ে পড়ুন রোদ বৃষ্টি মাথায় নিয়ে। কারণ, কেনাকাটা যে আজ বেজায় শুভ।
সিংহ : গ্রহ বলছে সবই আজ অপেক্ষা করছে আপনার জন্য। তবে সব ভালোর মাঝে একটা কিন্তু। আর তা হল আর্থিক লেনদেনে খুবই সাবধানী হতে হবে আজ।
কন্যা : প্রকৃতি আজ একটু হাসিখুশি দেখতে চাইছে। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি- এমন চিন্তায় বিষণ্ণ হওয়ার দিন শেষ।
তুলা : আপনার মিষ্টি দুষ্টুমি, ঠাট্টা-তামাশা আশেপাশের পরিবেশকে করে তুলবে অনেকবেশি মোহনীয়। অফিসের বসের গরম মেজাজও আজ একদম ঠাণ্ডা হয়ে যাবে আপনাকে দেখে।
বৃশ্চিক : চিত্ত চঞ্চল করে দেবে এমন একটি সুরে। যাকে কাছের মানুষ ভাবেন তাকে আরও কাছে পাওয়ার আকাঙ্ক্ষা জাগবে।
ধনু : মাথা ঠাণ্ডা করার পরিস্থিতি না থাকলেও আজ সেই কাজটিই আপনাকে করতে হবে। পরিবারের অনেক কাজ আজ আপনাকেই সমাধান করতে হবে।
মকর : সব ঝামেলা এড়াতে ঘরে বসে টিভিও দেখতে পারেন আবার বাচ্চাদের সঙ্গে সময়ও কাটাতে পারেন। শারীরিক কোনো অসুবিধা লক্ষ্য করা মাত্রই আজকের দিনে দেরি নয়।
কুম্ভ : পুরোনো এই অভ্যাসকে কাজে লাগাতে পারেন অন্য কোনো উদ্দেশ্যে। প্রেমের বাগানে ফোটা ফুল ছড়াবে সুগন্ধ।
মীন : নিজের কাজে ব্যস্ত সময় পার করেন, কিন্তু আজ এই ঘটনা বড় বেশি মাথা ব্যথার কারণ হবে। প্রিয়জনের সান্নিধ্য আপনাকে কিছুটা সময়ের জন্য চিন্তামুক্ত রাখবে।
এসকেডি/এমএস