সেলিমা-শিরিনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২১ মে ২০১৮
ফাইল ছবি

রাজধানীর মুগদা থানার বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার উল্লেখ্যযোগ্য অভিযুক্তরা হলেন, বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, শিরিন সুলতানা, কাইয়ুম কমিশনার, লতিফ কমিশনার প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর মুগদা থানা এলাকায় নাশকতার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়।

জেএ/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।