খালেকের আসনে কে পাচ্ছেন আ.লীগের মনোনয়ন, জানা যাবে সন্ধ্যায়
খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের ছেড়ে দেয়া বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হবে সন্ধ্যায়।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ১৯, ২০ ও ২১ মে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার আহ্বান জানানো হয়।
ইতোমধ্যে তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার, চিত্রনায়ক শাকিল আহসান (শাকিল খান), খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আবু হানিফ ও ব্যারিস্টার ওবায়েদ মনোনয়ন সংগ্রাহ করেছেন এবং জমা দিয়েছেন।
গত ৯ এপ্রিল সংসদ থেকে বিদায় নেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক। পরে ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি।
আগামী ২৬ জুন এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এইউএ/এমবিআর/জেআইএম