নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়ানোর আহ্বান এরশাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১০ পিএম, ১৮ মে ২০১৮

নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে কূটনৈতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এরশাদ বলেন, মিয়ানমারের রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হচ্ছে। তারা নিপীড়িত। বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। আমি বিশ্ববাসীকে বলবো, আপনারা এ বিপর্যয়ে তাদের পাশে দাঁড়ান।

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ফিলিস্তিনের মুসলিমরা নির্যাতিত হচ্ছে। গুলি করে তাদের হত্যা করা হচ্ছে। এ সংকট মোকাবিলায় বিশ্ব নেতাদের দ্রুত এগিয়ে আসতে হবে।

এরশাদ বলেন, বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিমদের বিপদে পাশে দাঁড়াতে হবে। নির্যাতিত মুসলিমদের দেখার কেউ নেই। স্বাধীন ফিলিস্তিন গঠনে আমাদের পাশে দাঁড়াতে হবে। এ সময় রমজানের শিক্ষা নিয়ে সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিকরা ছাড়াও জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইউএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।