রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাজেট ঘোষণা


প্রকাশিত: ১২:১৮ পিএম, ৩০ জুলাই ২০১৫

২০১৫-১৬ অর্থবছরের জন্য ৫৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন চৌধুরী, পরিষদ সদস্য মো. মুছা মাতব্বর, সাধন মণি চাকমা, ত্রিদিব কান্তি দাশ, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, অংসুইপ্রু চৌধুরী, জেবুন্নেছা রহিম ও পরিষদীয় কর্মকর্তারা।

সরকারি অনুদানের ওপর নির্ভরশীল এ প্রস্তাবিত বাজেটে পরিষদের নিজস্ব খাতে সম্ভাব্য আয় উল্লেখ করা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা এবং ৫৪ কোটি ৫০ লাখ টাকা ধরা হয়েছে সম্ভাব্য সরকারি অনুদান।

বাজেটে ব্যয় খাতে সর্বাধিক জোর দেয়া হয়েছে শিক্ষাকে। এরপর গুরুত্ব দেয়া হয়েছে যোগাযোগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ডিজিটাল রাঙামাটি, সমাজ কল্যাণ, শিক্ষা ও সংস্কৃতি এবং পর্যটনসহ ১৬ খাতকে।  

সুশীল প্রসাদ চাকমা/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।