বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছরের প্রস্তুতি নিন


প্রকাশিত: ১১:০২ এএম, ৩০ জুলাই ২০১৫

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ২০২০ সালে। আর ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পুর্তি হবে। এই দুই উপলক্ষকে সামনে রেখে জেলা প্রশাসনকে ‘জাগরণযাত্রা’ শুরুর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার ডিসি সম্মেলনের শেষ দিনে তথ্য, সংস্কৃতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্য-অধিবেশনে তথ্যমন্ত্রী এই আহ্বান জানান।

তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ডিসিদের অনেক বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। যারা জনপ্রশাসনে আছেন তাদের গণমাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে চলতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ডিসিদের বলেছেন, যারা প্রশাসনে আছেন তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে।

ডিসিদের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তথ্য সন্ত্রাস এবং অপসাংবাদিকতা রুখতেও জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে। জেলা প্রশাসকরা তাদের অভিযোগের বিষয়গুলো তথ্যমন্ত্রীকে জানিয়েছেন বলেও জানান তিনি। এসব ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে ডিসিদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে।

গত মঙ্গলবার তিন দিনের ডিসি সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের বিভিন্ন সেশনে মাঠ পর্যায়ের অবস্থা পর্যালোচনার পর জেলা প্রশাসকদের দিক নির্দেশনা দেন সংশ্লিষ্ঠ নীতি নির্ধারকরা। বৃহস্পতিবার সম্মেলনের সমাপ্তি অধিবেশন।

আরএম/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।