ফাইনালে পিএসজির কাছে ম্যানইউ`র হার


প্রকাশিত: ০৫:৩২ এএম, ৩০ জুলাই ২০১৫

টানা তিন ম্যাচ জয়ের পর প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। জ্বালাতান ইব্রাহিমোভিচ ও ব্ল্যাইসি মাতুইদির গোলে ম্যানইউকে ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি।

বৃহস্পতিবার শিকাগোর সোল্ডিয়ের ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি। ২৫ মিনিটে দলকে লিড এনে দেন মাতুইদি। লুকাসের সহায়তায় দারুণ এক ফ্লিকে বল ম্যানইউয়ের জালে জড়ান এই ফরাসি মিডফিল্ডার।

নয় মিনিটের ব্যবধানে পিএসজির লিড দ্বিগুণ করেন ইব্রাহিমোভিচ। সতীর্থ ম্যাক্সওয়েলের সহায়তায় গোলটি করেন এই সুইডিশ তারকা। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ম্যানইউ। কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয়কে সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় রেড ডেভিলদের।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।