বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি


প্রকাশিত: ০৫:০৬ এএম, ৩০ জুলাই ২০১৫

রাজনৈতিক অস্থিরতার কারণে প্রভাব পড়েছে বিনিয়োগে। কয়েক বছর ধরেই বেসরকারি বিনিয়োগ স্থবির অবস্থায় আছে। চলতি অর্থবছরের জন্য ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে ও বেসরকারি খাতকে উৎসাহিত করতে চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বৃহস্পতিবার সকাল ১১টায় নতুন মুদ্রানীতি ঘোষণা করেন।

এসময় বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, নতুন মুদ্রানীতি বিনিয়োগ বান্ধব। বিনিয়োগকে উৎসাহিত করবে নতুন এ মুদ্রানীতি।

এসএ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।