দেশে তিন ধরনের বিশেষজ্ঞ আছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৫ মে ২০১৮
ছবি-ফাইল

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, দেশে তিন ধরনের বিশেষজ্ঞ আছেন। সত্যিকারের বিশেষজ্ঞ, সব বিষয়ে জান্তা বিশেষজ্ঞ, বিশেষ কারণে অজ্ঞবিশেষজ্ঞ। সব জান্তা বিশেষজ্ঞরা বলেন, বিএনপির নির্বাচনে অংশগ্রহণ ছাড়া নির্বাচন অর্থবহ হবে না। এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো জনগণের নির্বাচনে অংশগ্রহণ করা। কোনো দল যদি নির্বাচন না আসে আর যদি জনগণ নির্বাচনে ভোট দেয় সেটা হবে অর্থবহ নির্বাচন।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ১০৭ তম জন্মবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা বলছেন নির্বাচনের আগে আলাপ-আলোচনা করতে হবে। দেশের সকল সঙ্কট নিয়ে আলোচনা করতে হবে। দেশে কোনো সঙ্কট নেই। দেশ আজকে অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘের তিনটি শর্ত পূরণ করে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। খাদ্য ঘাটতির দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দেশ জন্মের পরপর ৮০ শতাংশ লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করতো। এখন দারিদ্র্য সীমার নিচে বসবাস করা লোকের সংখ্যা ২০ শতাংশ।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সাংসদ সারাহ বেগম কবরী প্রমুখ।

এইউএ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।