মির্জা ফখরুলের নেতৃত্বে জিয়ার কবর জিয়ারত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০২ মে ২০১৮

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতি বছরই শবে বরাতে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাত করেন।

দলীয় প্রধানের নেতৃত্বে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাতে অংশ নেন। কিন্তু খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের কয়েকটি কর্মসূচিতে দেখা যায়, প্রধান অতিথি আসন অলঙ্কৃত করতেন জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন।

তবে গতকাল মঙ্গলবার রাত ১০টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শেরেবাংলা নগরে জিয়া রহমানের সমাধিতে কবর জিয়ারত করেন নেতারা।

জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক মোনাজাত পরিচালনা করেন।

জিয়াউর রহমানের কবর জিয়ারত করে রাত সাড়ে ১০টার দিকে বিএনপি নেতারা বনানী কবরস্থানে প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন।

কেএইচ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।