ভারতে পাচারের সময় বেনাপোলে নারী উদ্ধার


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২৯ জুলাই ২০১৫

বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পাচারের সময় হোসনে আরা (৩০) নামে এক বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে তাকে পুটখালি মসজিদ বাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়।

হোসনে আরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের জয়নাল সরদারের মেয়ে। তাকে শ্যামনগর থেকে দু`মাস আগে পাচারকারীরা অপহরণ করে ঢাকায় নিয়ে যান। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার সফিউদ্দিন হাওলাদার জাগো নিউজকে জানান, পুটখালী মসজিদ বাড়ি এলাকায় ওই নারীকে কয়েকজন যুবক সঙ্গে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এসময় তাদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা হোসনে আরাকে ফেলে পালিয়ে যান।

পরে ওই নারীর কাছ থেকে জানা যায়, অপহরণকারীরা দুই মাস আগে সাতক্ষীরার শ্যামনগর থেকে তাকে অপহরণ করে ঢাকায় নিয়ে আটকে রাখেন। পরবর্তীতে ২৭ জুলাই রাতে একটি মাইক্রোবাসযোগে বেনাপোল পুটখালী সীমান্তে নিয়ে এক দালালের হাতে তুলে দেন। উদ্ধার করা নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাগো নিউজকে জানান, উদ্ধার হওয়া নারীর অভিভাবকদের খবর দেয়া হয়েছে। প্রকৃত অভিভাবককের কাছে তাকে হস্তান্তর করা হবে।

মো. জামাল হোসেন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।