লক্ষ্মীপুরে র‌্যাব পরিচয়ে ক্রসফায়ারে নেয়ার হুমকি


প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৯ জুলাই ২০১৫

লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হুমায়ুন কবির নামের এক ব্যবসায়ীকে র‌্যাব পরিচয়ে গুম ও ক্রসফায়ারে দেয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করেন। এ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পে রোববার লিখিত অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী ও এলাকাবাসী জানান, উপজেলার চর মোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ছেলে ব্যবসায়ী হুমায়ুন কবির ও তার ভাইদের বাবুরহাটে ছয়টি দোকান রয়েছে। ওই দোকানগুলো সংস্কার করতে গেলে মালিকানা দাবি করেন একই এলাকার শামছুল ইসলাম পাটোয়ারী ও তার ছেলে মানিক, মোক্তার সহযোগীদের নিয়ে হামলা চালান। এ ঘটনায় শামছুল ইসলামদের বিরুদ্ধে মামলা করলে কয়েক আসামি গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন।
 
এর জের ধরে গত শনিবার বিকেলে বেলাল ও হেলাল নামের দুই ব্যাক্তি র‌্যাব পরিচয় দিয়ে হুমায়ুনের মোবাইল ফোনে কল দিয়ে জানান, শামছুল ইসলাম তাদের কাছে অভিযোগ করেছেন। এ বিষেয়ে কথা বলতে হুমায়ুনকে তাদের সঙ্গে সাক্ষাতের জন্য বাবুহাটে আসতে বলা হয়। পরে তিনি আসলে তাকে এক স্বর্ণের দোকানের পেছনে নিয়ে যান র‌্যাব পরিচয়দানকারী ওই দুই ব্যাক্তি। এসময় সেখানে মানিক ও দোকানের সামনে শামছুল ইসলাম দাঁড়িয়ে ছিলেন। এক পর্যায়ে তারা শামছুল ইসলামদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে বলেন। না হলে গুম ও ক্রসফায়ারের শিকার হতে হবে বলে হুমকি দেয়া হয়। হুমায়ুন প্রতিবাদ করলে তাকে মানিক পিটিয়ে আহত করেন। একপর্যায়ে ঘটনাটি জানাজানি হলে কৌশলে তারা ঘটনাস্থল থেকে সটকে যান।

এ ব্যাপারে শামছুল ইসলাম ও তার ছেলে মানিকের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।

র‌্যাব পরিচয়দানকারী বেল্লাল গতাল বুধবার বিকেলে মোবাইল ফোনে প্রতিবেদককে জানান, তার বাড়ি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে, তিনি র‌্যাবের সোর্স। দুই পক্ষের বিরোধ সমাধান করার জন্য তিনি আরেক সোর্স হেলালের সঙ্গে সেখানে গিয়েছেন। তাদের সামনে হুমায়ুনকে মারধর করা মানিকের অন্যায় হয়েছে। মামলা প্রত্যাহার করতে গুম ও ক্রসফায়ারে দেয়ার হুমকি দেয়ার অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।

জানতে চাইলে হুমায়ুন কবির জাগো নিউজকে বলেন, প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী এবং লক্ষ্মীপুরে মদ সরবরাহকারী ডিলার। মামলা প্রত্যাহার না করলে আমাকে গুম ও ক্রসফায়ারে দেয়ার হুমকি দিয়েছে র‌্যাব পরিচয়দানকারী দুই ব্যাক্তি। আদালতে মামলা বিচারাধীন। তাদের ভয়ে আমি পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ব্যাপারে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো. আলেফ উদ্দিন জাগো নিউজকে বলেন, লক্ষ্মীপুরে আমি নতুন এসেছি। ঘটনার বর্ণনা শুনে তিনি বলেন, বেল্লাল ও হেলাল নামে কোনো র‌্যাব সদস্য এখানে নেই। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।