সাকার রায় বহালে রাঙ্গুনিয়ায় আনন্দমিছিল


প্রকাশিত: ১২:২৩ পিএম, ২৯ জুলাই ২০১৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকায় আন্দমিছিল, শো-ডাউন ও মিষ্টি বিতরণ করেছে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের উৎফুল্ল আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সাধারণ জনতা। বুধবার  সাকা চৌধুরীর আপিলের রায় ঘোষণার পরপর রাঙ্গুনিয়ার গোডাউন চত্বরে মিষ্টি বিতরণসহ বিভিন্ন ইউনিয়নে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

সাকার রায় বহাল রাখায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রতি ধন্যবাদ জানিয়েছেন- সরফাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ’র সাংগঠনিক সম্পাদক মুজিবুল ইসলাম সরফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন বাদশা, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ মাস্টার, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউনুছ, বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা খুরশেদ আলম সুজন, যুবনেতা মাহবুব সিকদার, মো. জামাল, রাশেদ, ছাত্রনেতা রহমত উল্লাহ, সোহেল, রকি, সারেক, রাহুল, ইকবাল প্রমুখ।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।