সাকার রায়ে বিএনপি হতাশ, বিস্মিত ও বেদনাহত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে আপিল বিভাগে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় বিএনপি হতাশ, বিস্মিত ও বেদনাহত বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ড. অসাদুজ্জামান রিপন। বুধবার বিকেলে ৫টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন আরো বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমরা আশা করি রিভিউ আবেদনে তিনি ন্যায় বিচার পাবেন। সরকার কোনো হস্তক্ষেপ করবে না।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
# স্বাভাবিক সাকা : রায় দেখলেন বিটিভিতে
এমএম/আরএস/পিআর