মে দিবসে সমাবেশের অনুমতি মেলেনি, র‌্যালি করবে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ৩০ এপ্রিল ২০১৮

মে দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে র‌্যালি বের করবে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. আনোয়ার হোসাইন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মহান মে দিবস উপলক্ষে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু সেটা করার জন্য পুলিশের অনুমতি পাইনি। তাই নয়াপল্টনে আমাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি করার সিদ্ধান্ত নিয়েছি। সকল সাড়ে ১০টায় এ র‌্যালি শুরু হবে। শান্তিনগর ফ্লাইওভারে গিয়ে শেষ হবে।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান তিনি। র‌্যালির ক্ষেত্রেও পুলিশি অনুমতির ব্যাপার আছে কি না জানতে চাইলে শ্রমিক দল সভাপতি বলেন, মে দিবসে এ ধরনের কর্মসূচি করতে পুলিশের অনুমতি লাগে না।

কেএইচ/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।