নির্বাচনকে কণ্টকমুক্ত করতে বিরোধীদের গ্রেফতার : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৯ এপ্রিল ২০১৮

ঢাকা মহানগর বিএনপি নেতাদের রোববার আটকের ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি করেছেন তিনি।

রোববার সন্ধ্যায় বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদের স্বাক্ষরিত এক বিবৃতিতে মহাসচিব বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কণ্টকমুক্ত করার মাধ্যমে দেশে একদলীয় বাকশালী শাসন সুপ্রতিষ্ঠিত করতেই বিরোধী দলের নেতাকর্মীদের লাগাতার গ্রেফতার, নির্যাতন ও নিপীড়নকে সর্বব্যাপী করে তুলেছে সরকার।’

তিনি বলেন, ‘এ নির্যাতন ক্রমাগত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সরকারের নির্দয়-নিষ্ঠুর আচরণে এটি সুস্পষ্ট যে, তারা জোর করে ক্ষমতা ধরে রাখতে চায়। আর এ জন্য গণতন্ত্রকে নিঃশেষ করে ফেলছে। জনবিচ্ছিন্ন হওয়ার কারণে সরকার অমানবিক ও অগণতান্ত্রিক পথে হাঁটছে। জনগণকে ভয় দেখাতে তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। জনগণকে ভয় পাইয়ে দিতে নিষ্ঠুরতার শেষ সীমানা অতিক্রম করেছে। ভয়াবহ দুঃশাসনে জনগণের ক্ষোভকে দমন-পীড়নের মাধ্যমে প্রতিরোধ করতে উন্মাদ হয়ে গেছে বর্তমান ভোটারবিহীন সরকার।’

মির্জা ফখরুল বলেন, ‘সারাদেশে বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতারের ধারাবাহিকতায় আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম শামসুল হুদা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, সহ-সভাপতি মো. ইউনুস মৃধা, গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম জোবায়ের এজাজ, আলমগীর হোসেন, অ্যাডভোকেট ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটু, কমিশনার রফিকুল ইসলাম রাসেল, সহ-সাধারণ সম্পাদক জামিলুর রহমান নয়নসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হলো।’

তিনি বলেন, ‘মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি সম্পূর্ণ নির্দোষ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চলমান আন্দোলনকে দমন করার উদ্দেশ্যেই বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর জুলুম চালানো হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে। কিন্তু এসব নিপীড়ন করে সরকার যেমন জনগণের রোষ থেকে রেহাই পাবে না তেমনি দেশনেত্রীর মুক্তির আন্দোলনকেও বাধাগ্রস্ত করতে পারবে না।’

এই আটকের ঘটনায় ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের সভাপতি হাবিবুন নবী খান সোহেল এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনম সাইফুল ইসলাম সাইফুল ইসলামও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

নগর বিএনপির দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, ‘বর্তমান শাসকগোষ্ঠী আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতারে বেপরোয়া হয়ে উঠেছে।

উল্লেখ্য, রাজধানীর বাংলামোটর থেকে রোববার বিকেলে বিএনপির ১৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, বাংলামোটর রূপায়ন টাওয়ারে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, গোপন বৈঠকের কারণ জানার চেষ্টা চলছে। এছাড়া আটককৃতদের অধিকাংশই বিভিন্ন মামলার আসামি।

কেএইচ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।