স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ১২ নেতাকর্মীকে আটকের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২৯ এপ্রিল ২০১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। রাজধানীতেও মিছিল হয়েছে। ঢাকার মিছিল থেকে ১২ জন বিক্ষোভকারীকে আটকের অভিযোগ করেছে সংগঠনটি।

সংগঠনটির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে রোববার বলা হয়েছে, ‘বর্তমান আওয়ামী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপসহীন ও দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা মহানগরসহ দেশব্যাপী সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।’

‘এরই অংশ হিসেবে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল হাইকোর্টের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত আসলে প্রচণ্ড পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে অনেক নেতাকর্মী আহত হয়। মিছিল থেকে ১২ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।’

বিবৃতিতে বলা হয়, ‘মিছিল থেকে কেন্দ্রীয় নেতা জেড আই কামাল, ঢাকা মহানগর দক্ষিণ বংশাল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব, মহানগর নেতা আবুল কাশেম, ফয়সাল এবং উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আলীসহ ১২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।’

মিছিলে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, মহানগর দক্ষিণের সভাপতি এস এম জিলানী, উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজ, সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রহমান মানিক, আনু মোহাম্মদ শামীম আজাদ, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের ঝিলন, উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, সাবেক সম্পাদক মোফাজ্জল হোসেন নিটোল, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন লোবান, ফরহাদ উদ্দিন ফরহাদ, মাহমুদুল বারী, অমিত হাসান হাফিজ, সদস্য এ বি এম মুকুল, আমিনুল ইসলাম তালুকদার মহসিন, জেড আই কামাল, মোজাম্মেল হক মৃধা, কেন্দ্রীয় নেতা নুরুজ্জামান সরদার, মো. আনোয়ারসহ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট মহানগরসহ হবিগঞ্জ, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর, কিশোরগঞ্জ, ভোলা, চাঁদপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, পাবনা, টাঙ্গাইল, বগুড়া, বরগুনা, পটুয়াখালী, জয়পুরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, নাটোর, গাইবান্ধা, ঝিনাইদহ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, পিরোজপুর, ঝালকাঠি, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, বাগেরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ প্রায় জেলায় আজকের এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কেএইচ/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।