সাকার রায়ে বিএনপি মর্মাহত : জমিরউদ্দিন


প্রকাশিত: ০৮:৩৬ এএম, ২৯ জুলাই ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখার পর দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার। বিবিসি বাংলাকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রায়ে বিএনপি হতাশাগ্রস্ত, দুঃখিত ও মর্মাহত। তবে আমার বিশ্বাস যার ওপর ভিত্তি করে রায় হয়েছে রিভিউ করা হলে এ রায় টিকবে না। রিভিউ হলে সুপ্রিম কোর্টের বিজ্ঞ বিচারকরা হয়তো তাদের বিবেচনায় রায় পাল্টাতেও পারেন।

বাংলাদেশের সংসদের সাবেক এ স্পিকার বলেন, সাকা চৌধুরী মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও একজন সোচ্চার কণ্ঠের কার্যকর বিরোধী দলীয় নেতা ছিলেন। দলের পক্ষ থেকে আমরা দুঃখিত। সালাউদ্দিন কাদের চৌধুরী সবসময় সত্য বলেছেন। সংসদীয় গণতন্ত্রে কার্যকর বিরোধী দলের ভূমিকা দরকার এবং সেটি তিনি অনুভব করে সেভাবেই কাজ করতেন।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার সকালেই আপিল বিভাগের চার সদস্যের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করে যার নেতৃত্বে ছিলেন প্রধান বিচার সুরেন্দ্র কুমার সিনহা।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।