সাকা চৌধুরীর রায় বহাল রাখায় টাঙ্গাইলে আনন্দ মিছিল


প্রকাশিত: ০৮:৩০ এএম, ২৯ জুলাই ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখায় টাঙ্গাইলে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার রায় ঘোষণার পর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা তাঁতী লীগের আহ্বায়ক সোলায়মান হাসান, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ রিপন, শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মিজানুর রহমান লিটন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শফিউল আলম মুকুল ও মনির শিকদার প্রমুখ।

এছাড়া রায় বহাল রাখায় মির্জাপুর প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মধ্যে মিষ্টি বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, মনিন্দ্র সান্যাল, কাউন্সিলর হাজী সিরাজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মো. নুরুল ইসলাম নুরু।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।