আবদুল কালামের মৃত্যু : হাইকমিশনে গিয়ে শোক জানালো বিএনপি


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ২৯ জুলাই ২০১৫

ভারতের সাবেক রাষ্ট্রপতি ড. এপিজে আবদুল কালামের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনে গিয়ে শোক জানিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার দুপুরে হাইকমিশনে গিয়ে তারা শোক জানান।

প্রতিনিধি দলে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, গত সোমবার শিলংয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সাবেক এই রাষ্ট্রপতি ও বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালাম আজাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

এর আগে সোমবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট শিলং-এ "লাইভ্যাবল প্লানেট আর্থ" শীর্ষ আয়োচনা অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে তিনি অসুস্থ্যতা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।