বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে যোগ দেবেন : এরশাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৮
ছবি-ফাইল

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেবেন।

সোমবার সকালে এরশাদের বারিধারার বাসভবনে বিএনপির সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীর আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদানকালে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে জাতীয় পার্টিই সম্ভাবনাময় শক্তি। এখন আর নির্বাচন হয় না। নির্বাচনের নামে সিল মারা হয়। আশা করি, আগামী নির্বাচনে কেউ সিল মারতে পারবে না’।

জাপা চেয়ারম্যান বলেন, ‘সারাবিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। দেশের সবখানেই অস্থিরতা বিরাজ করছে। তাই দেশের মানুষ পরিবর্তন চায়। সাধারণ মানুষ আবারও জাতীয় পার্টির নেতৃত্বে শান্তিময় সরকার দেখতে চায়’।

উল্লেখ্য এটিএম আলমগীর কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন থেকে ৫ম ও ৬ষ্ঠ সংসদে বিএনপি দলীয় এমপি ছিলেন।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস-চেয়ারম্যান এইচ.এম.এন. শফিকুর রহমান প্রমুখ।

এইউএ/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।