ভারতীয় হাইকমিশনে আবদুল কালামের ওপর শোক বই


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৮ জুলাই ২০১৫

ভারতের সাবেক রাষ্ট্রপতি ড. এ পি জে আবদুল কালামের মৃত্যুতে ঢাকায় ভারতীয় হাইকমিশন বুধবার একটি শোক বই খুলবে। শোক বইটি গুলশান-১ এ ১৪২ নম্বর রোডের ২ নম্বর বাসায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে ২৯ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত রাখা হবে।

পরমাণু বিজ্ঞানী এবং ভারতের মিসাইল কর্মসূচির প্রধান স্থপতি ড. কালাম সোমবার শিলংয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

২৯ জুলাই রামেশ্বরমে তার দাফন অনুষ্ঠান হবে। তার মৃত্যুতে ২৭ জুলাই থেকে ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।