৫ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২২ এপ্রিল ২০১৮

নিয়মিত শারীরিক পরীক্ষার অংশ হিসেবে পাঁচদিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় রোববারের জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ২৩ এপ্রিল, সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের এসকিউ- ৪৪৭ উড়োজাহাজযোগে সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। প্রাক্তন এ রাষ্ট্রপতির সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সুনীল শুভ রায়, রতনা আমিন হাওলাদার এমপি, মেজর মো. খালেদ আখতার (অব.)।

২৭ এপ্রিল এরশাদের দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে ২০১৭ সালে হার্টের ভাল্ব পরিবর্তনের জন্য সিঙ্গাপুরের এনইউএইচ হাসপাতালে চিকিৎসা নেন এরশাদ। এজন্য ওই বছরের ১৬ থেকে ৩১ অক্টোবর তিনি সিঙ্গাপুর সফর করেন। এ সময় তার চিকিৎসা ব্যয় হয় ৮৫ হাজার ৯২৩ দশমিক ৩৫ সিঙ্গাপুর ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫৩ লাখ ৫ হাজার ২২০ টাকা। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হওয়ায় এ ব্যয় নির্বাহ করে সরকার।

এইউএ/এমএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।