কঠিন চ্যালেঞ্জের সামনে ব্রাজিল


প্রকাশিত: ০৯:০২ এএম, ২৮ জুলাই ২০১৫

এখন পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি আসরে খেলা একমাত্র দল ব্রাজিল। তবে এবার ল্যাটিন দলগুলির মধ্যে তফাত সামান্য থাকায় রোনালদো মনে করছেন এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সেই চ্যালেঞ্জ অতিক্রম করবে বলেও আশা প্রকাশ করছেন সাবেক এই তারকা ফুটবলার।  

২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য কোচ ডুঙ্গাকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য। বলেন, ‘সর্বশেষ যে প্রতিযোগিতাগুলো হয়েছে তাতে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছি আমরা। আর লাতিন আমেরিকায় সবসময় বাছাইপর্বে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। এবার আরও কঠিন হবে। তাই সতর্ক হওয়া উচিৎ ডুঙ্গার।’

তবে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হলেও ব্রাজিল রাশিয়ার টিকিট পাবে বলেই আশাবাদী রোনালদোর। বলেছেন, ‘আমার মনে হয়, আর্জেন্টিনা, ব্রাজিল ও চিলি বাছাইপর্বে ভালভাবেই উতরে যাবে। তবে শেষ দল হিসেবে রাশিয়ার টিকিট পেতে লড়াই হবে উরুগুয়ে ও কলম্বিয়ার মধ্যে। এর বাইরে আর কেউ পারবে বলে মনে হয় না।’

ব্রাজিলের মূল পর্বে ওঠার ব্যাপারে শুরুর দিকে সাবধান থাকতে বলেছেন রোনালদো। বলেন, ‘কোপা আমেরিকা এবং তার আগে ব্রাজিলের যা পারফরমেন্স, তাতে শুরুতে সমস্যা হবে।’

উল্লেখ্য, বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চল থেকে অংশগ্রহণ করবে ১০টি দল। সেখান থেকে সেরা ৪টি দল পাবে রাশিয়া যাওয়ার টিকিট।

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।