জেলে খালেদার আর কী কী সুবিধা চায় বিএনপি?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১৬ এপ্রিল ২০১৮

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য কারাগারে আর কী কী সুবিধা চায় বিএনপি- এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই প্রশ্ন তোলেন।

হাছান মাহমুদ বলেন, ‘জেল কোড অনুযায়ী জেলে কেউ এসি রুম পায় না। কিন্তু তিনি (খালেদা জিয়া) সেই সুবিধা পেয়েছেন, গৃহপরিচারিকা নিয়েছেন। তিনি কারাগারে সুস্থ আছেন, ভালো আছেন। এই বিশ্রামটা তার জন্য দরকার ছিল।’

আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ- এমন খবরে সরকার তার চিকিৎসার ব্যবস্থা নিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে তাকে চিকিৎসা দেয়া হয়। সেখানে বোর্ড বসিয়ে চিকিৎসকরা বলেছেন, তার যেটুকু অসুস্থতা আছে এর জন্য তাকে বিদেশে নেয়ার কোনো দরকার নেই। এমনকি যেদিন তাকে মেডিকেলে আনা হয়েছিল সেইদিন সবাই দেখেছে তিনি সুস্থ আছেন, ভালো আছেন। কিন্তু তারা (বিএনপির নেতারা) এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’

পহেলা বৈশাখে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তাতে দেশীয় সংস্কৃতির চেয়ে বিজাতীয় সংস্কৃতি বেশি প্রধান্য পেয়েছিল বলেও অভিযোগ করেন হাছান মাহমুদ।

এইউএ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।