জয়পুরহাটের সাবেক এমপি কারাগারে
জয়পুরহাটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে ককটেল বিষ্ফোরণের মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি মোজাহার আলী প্রধান এবং শহর জামায়াতের সমাজকল্যাণ সেক্রেটারি অ্যাড. মোমিন আহমেদ ফকিরের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার জয়পুরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাজুল ইসলাম মিঞার আতদালতে তারা আত্মসমর্পন করে জামিন আবেদন করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে জামিনের বিরোধিতা করেন কোর্ট ইন্সপেক্টর মো. রকিবুল ইসলাম ও আসামিপক্ষে জামিনের জন্য আবেদন করেন অ্যাডভোকেট এ ই এম খলিলুর রহমানসহ বিএনপি সমর্থিত আইনজীবীরা।
মামলার বিবরণে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি বিকেলে শহরের মুক্তমঞ্চে আওয়ামী লীগের সমাবেশে ককটেল হামলা হয়। এ ঘটনার পরদিন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় জেলা বিএনপি সভাপতি মোজাহার আলী প্রধানসহ প্রায় অর্ধশত বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত দীর্ঘ শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।
এদিকে ওই মামলায় শহর জামায়াতের সমাজকল্যাণ সেক্রেটারি মোমিন আহমেদ ফকির উচ্চ আদালত থেকে ৫ সপ্তাহের জামিনে থাকার পর সোমবার নিম্ন আদালতে হাজিরা দিলে তাকেও জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল ঘটনাটি নিশ্চিত করেন।
এমএএস/এমআরআই