খালেদার এক্সরে রিপোর্ট কারা কর্তৃপক্ষকে হস্তান্তর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৮ এপ্রিল ২০১৮
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এক্সরে রিপোর্ট সিলগালা করে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

রোববার দুপুর ১টা ৫ মিনিটে সিলগালা অবস্থায় এক্সরে রিপোর্টটি কারা মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়।

বিএসএমএমইউ হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো.আবদুল্লাহ-আল-হারুন জাগো নিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এক্সরে রিপোর্টে কী রয়েছে সে সম্পর্কে কিছু জানাতে তিনি অগারগতা জানান।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বর্তমানে পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার বিএসএমএমইউতে আনা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত একজন চিকিৎসক ও তিন সদস্যের মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে পাঁচ ধরনের (সার্ভিক্যাল স্পাইন, লাম্বার স্পাইন, হিপ জয়েন্ট (দুটি) ও পেলভিস) এক্সরে করানো হয়।

এমইউ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।