রিজভীর উদারতা!

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৫ এপ্রিল ২০১৮
ছবি-ফাইল

দলের মুখপাত্র হিসেবে প্রায়দিনই দলীয় কার্যালয়ে গণমাধ্যমের সামনে বক্তব্য দিয়ে থাকেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ। বৃহস্পতিবারও নয়াপল্টনে দলীয় প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতবিনিময় করেন। এ সময় দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান বক্তব্য দেন। একপর্যায়ে রিজভী আহমেদকে কিছু বলার আহ্বান জানান মির্জা ফখরুল। কিন্তু রিজভী বক্তব্য দেননি।

rizvi-2

রিজভীর এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায় কার্যালয়ে উপস্থিত নেতাদের মধ্যে। এ সময় একজনকে বলতে শোনা যায়, ‘রিজভী ভাই প্রতিদিন কথা বলেন। মহাসচিব অসুস্থ ছিলেন, আজ কথা বলছেন, সিনিয়র নেতারাও কথা বলছেন। এখানে রিজভী ভাই কথা না বলে একদিকে যেমন সময় বাঁচিয়েছেন। অন্য দিকে নিজে বক্তব্য দেয়া থেকে বিরত থেকে সিনিয়র নেতাদের কথা বলার সুযোগ দিয়েছে। এটা রিজভী ভাইয়ের উদারতা।’

কেএইচ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।