১৮ দিন পর চীনা রাষ্ট্রপতিকে বিএনপির অভিনন্দন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৪ এপ্রিল ২০১৮

 

গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি হিসেবে শি জিনপিং পুনর্নির্বাচিত হওয়ার ১৮ দিন পর তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিনন্দন বার্তার কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ।

তিনি বলেন, অভিনন্দন বার্তায় বিএনপি বাংলাদেশের উন্নয়নের অংশীদার হিসেবে চীন আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের সাধারণ লক্ষ্য অর্জনে আলোচনা ও তৎপরতা বৃদ্ধি করতে মুখ্য ভূমিকা পালন করবে।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশ-চীন সম্পর্কের কথা উল্লেখ করা হয় বিএনপির অভিনন্দন বার্তায়। এতে জিনপিংয়ের গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয়।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ শনিবার সর্বসম্মতিক্রমে শি জিনপিংকে পাঁচ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া শি’র সাবেক দুর্নীতিবিরোধী সংস্থার প্রধানকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা রফিকুল কবির, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম প্রমুখ।

কেএইচ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।