তরিকুলের জামিন আনোয়ার-মিন্টু-আমানকে আত্মসমর্পণের নির্দেশ


প্রকাশিত: ০৬:২৬ এএম, ২৭ জুলাই ২০১৫

নাশকতার অভিযোগে যশোরের চার মামলায় বিএনপির স্থায়ী-কমিটির সদস্য তরিকুল ইসলামের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও দলের  যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে এক সপ্তাহের মধ্যে নিন্ম (বিচারিক)আদালতে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন আদালত।

বিএনপির চার নেতাকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন গ্রহণ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই  আদেশ দেন।  অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এ  তথ্য জানান।

মুরাদ রেজা বলেন, তরিকুলের জামিনের বিষয়ে কোন আদেশ দেয়নি আদালত। তবে অন্য তিন নেতাকে এক সপ্তার মধ্যে নিন্ম আদালতে সারেন্ডার (আত্মসমর্পন) করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করা যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা পুলিশের বিষয়, আমার বক্তব্য হচ্ছে তারা এখন জামিনে নেই।

এর আগে গত ২১ জুলাই মঙ্গলবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল আবেদন শুনানির এই দিন ‍ঠিক করেন। স্থগিত আবেদনের পক্ষে ‍শুনানি করেন ভার প্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ জেরা। অপরদিকে বিএনপি নেতাদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন,সাজ্জাদ হয়দার,ব্যারিস্টার মাহববু উদ্দিন খোকন, এহসানুর রহমান ও অ্যাডভোকেট সাগীর হোসেন লিয়ন।

এফএইচ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।