পেরেরা দিলশানের কাছে হারলো পাকিস্তান


প্রকাশিত: ০২:৫৫ এএম, ২৭ জুলাই ২০১৫

শ্রীলংকার ছুড়ে দেওয়া ৩৬৮ রানের বিশাল স্কোরের জবাব দিতে নেমে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। উল্টো চাপে পড়ে ৩৭.২ ওভারেই মাত্র ২০৩ রান করে অলআউট আজহার আলির দল। ফলে ১৬৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েই মাঠ ছাড়তে হলো পাকিস্তানকে। তবে সিরিজ আগেই জিতে ফেলায় পাকিস্তানের পক্ষে ব্যবধান দাঁড়াল ৩-২।

হাম্বানতোতায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে শ্রীলংকা। ১১৬ রানের ইনিংস খেলেন ওপেনার কুশল পেরেরা। দিলশানের সঙ্গে ওপেনিংয়েই গড়ে তোলেন ১৬৪ রানের জুটি। ৬২ রান করেন দিলশান। মুলত এ জুটির কারণেই পাকিস্তানকে বিশাল রানের টার্গেট দিতে সক্ষম হয় শ্রীলংকা।  

তবে খেলার শেষ দিকে ঝড় তুলেছিলেন ম্যাথিউজ আর শ্রীবর্ধনে। ২৬ বলে ৫২ রান করেন শ্রীবর্ধনে। আর ৪০ বলে ৭০ রান করেন ম্যাথিউজ।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে থাকে পাকিস্তান। আজহার আলি আর আহমেদ শেহজাদ মিলে ৫১ রানের জুটি গড়লেও আর কেউ তেমন দাঁড়াতেই পারেনি। আজহার রানআউট হন ৩৫ রানে। সর্বোচ্চ ৩৭ রান করেন মোহাম্মদ হাফিজ। মোহাম্মদ রিজওয়ান করেন ২৯ রান এবং সরফরাজ আহমেদ করেন ২৭ রান। লংকানদের মধ্যে সচিত্র সেনানায়েকে নেন ৩৯ রানে ৩ উইকেট। ২ উইকেট নেন থিসারা পেরেরা।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।