রফতানির লক্ষ্যমাত্রা দ্রুত বাড়ছে : বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২৬ জুলাই ২০১৫
ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, গত বছর ১ কোটি ইউনিট পণ্য রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ১ দশমিক ৫৭ কোটি ইউনিট পণ্য রফতানি করেছে বাংলাদেশ। রোববার রফতানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে চলতি ২০১৫-২০১৬ অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সভা শেষ করে তিনি সাংবাদিকদের একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত অর্থ বছরে ৩৩ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রার বিপরীতে দেশীয় ও আন্তর্জাতিক অনেক প্রতিকূলতার পরও  প্রায় ৩১ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার রফতানি করা সম্ভব হয়েছে।

আর্থিক মূল্যে আমাদের রফতানির পরিমাণ কম মনে হলেও পণ্যের রফতানির পরিমাণ বেড়েছে। আন্তর্জাতির মূদ্রার মূল্য বিশ ভাগ কমে যাওয়ার কারণে আমাদের আয় কিছু কম হয়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পণ্যের চাহিদা বেড়েই চলেছে। আন্তর্জাতিক মূদ্রার মান বাড়লে এ বছর রফতানি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
চীনের সহায়তায় মুন্সীগঞ্জ জেলার বাউশিয়ায় গার্মেন্টস ইন্ডাষ্ট্রিয়াল পার্কটি প্রায় ৪৯২ একর জমির উপর নির্মানের কথা জানান তিনি।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব এটিএম মুর্তজা রেজা চৌধুরী, অতিরিক্ত সচিব মো. শওকত আলী ওয়ারেছি, ডব্লিউটিও-এর মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন।

আরএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।