সকল দল অংশগ্রহণের পরিবেশে নির্বাচন চায় বিএনপি


প্রকাশিত: ১১:২৯ এএম, ২৬ জুলাই ২০১৫

সকল রাজনৈতিক দল যেনো অংশ নিতে পারে, এমন একটি সরকারের অধীনে বিএনপি নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপির দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অবঃ) মাহবুবুর রহমান।

জাতীয়তাবাদী দল (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রোববার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বারডেম হাসপাতালে দলটির অপর স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, তরিকুল ইসলাম নানা রোগে আক্রান্ত। তাই তাকে মামলা থেকে জামিনে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার সুযোগের দাবি জানান।

বিএনপির এ দুঃসময়ে তরিকুলের মতো নেতার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তরিকুল ইসলাম কিডনি, হার্ট ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন।

উল্লেখ্য, শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক হতে হবে এমন নয়, সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন। ওইদিন রাত সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিয়ময়ের সময় এ দাবি জানান তিনি।

এমএম/জেইউ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।