জাতীয় ছাত্রসমাজের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৭ মার্চ ২০১৮

জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র সমাজের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮৩ সালের এ দিনে প্রথমে নতুন বাংলা ছাত্র সমাজ নামে এ সংগঠনের যাত্রা শুরু হয়। এতে আহ্বায়ক নিযুক্ত হয়েছিলেন রফিকুল হক হাফিজ। পরে ১৯৮৪ সালে এর পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সভাপতি এবং শেখ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নিযুক্ত হন। সে সময় সংগঠনের নাম পরিবর্তন করে রাখা হয় জাতীয় ছাত্র সমাজ।

প্রতিষ্ঠার পর তৎকালীন শাকসগোষ্ঠীর প্রত্যক্ষ ছত্রছায়ায় জাতীয় ছাত্র সমাজ সারাদেশে শক্তিশালী সংগঠনে রূপ নেয়। সে সময় ছাত্রদল ও ছাত্রলীগের অধিকাংশ কেন্দ্রীয় নেতাই ছাত্র সমাজে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক সাইটের নেতা গোলাম ফারুক অভি, সানাউল্লাহ নিরু, ইকবাল হোসেন রাজু (জাসদ ছাত্রলীগ) নজরুল ইসলাম বাবু (বর্তমানে আওয়ামী লীগের এমপি) ইলিয়াস হোসেনসহ (গুম হওয়া বিএনপি নেতা) অনেকে ছাত্র সমাজে যোগ দিলে পুরো ক্যাম্পাসে এ ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

এ ছাড়া সে সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ ছাত্র সংসদেও দলের ছাত্র সমাজের দখ প্রতিষ্ঠিত হয়।

এদিকে জাতীয় ছাত্র সমাজের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবারে বেলা ১১টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বিশেষ অতিথি থাকবেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। সভাপতিত্ব করবেন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মো. ইফতেকার আহসান হাসান।

আলোচনা সভায় যথাসময়ে সবাইকে উপস্থিত থাকার জন্য জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।