মুক্তিযুদ্ধের চেতনা আজও বাস্তবায়িত হয়নি : মনিকা মতিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ২৫ মার্চ ২০১৮

মুক্তিযুদ্ধের চেতনা আজও বাস্তবায়িত হয়নি মন্তব্য করে মতিনের স্ত্রী কমরেড মনিকা মতিন বলেন, সমাজে রয়ে গেছে বৈষম্য-বঞ্চনা, বিরাজ করছে রাজনৈতিক প্রতিহিংসা। লাখো শহীদের রক্ত আর দীর্ঘ ৯ মাসের সংগ্রাম পরাধীনতার শৃঙ্খল ভাঙতে একাত্তরের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের পর কাল প্রবাহে কেটে গেছে ৪৭ বছর।

তিনি বলেন, হঠাৎ করেই বাংলাদেশ স্বাধীন হয়ে যায়নি। বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন মজলুম জননেতা মওলানা ভাসানী। ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা। যারা এই বাংলাদেশ অর্জনে অংশ নিয়েছেন তাদের সবাইকেই স্বীকৃতি দেয়া উচিত।

রোববার সন্ধ্যায় নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ২৫ মার্চ কালো অধ্যায় তথা গণহত্যা দিবস স্মরণে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নেতারা মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ২৫ মার্চ গণহত্যার শিকার ও স্বাধীনতা সংগ্রামে শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, হুট করেই বাংলাদেশ স্বাধীন হয়নি, মুক্তিযুদ্ধ হুট করে শুরু হয়নি। বাংলার জনগণকে মুক্তির স্বপ্ন দেখিয়ে মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছিলেন মওলানা ভাসানী। ১৯৭১ সালের ৭ মার্চের পর ৯ মার্চ মওলানা ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সমর্থন দিয়েছিলেন। সেই সময় ২৩ মার্চ পাকিস্তান দিবসে পল্টনে মওলানা ভাসানীর পক্ষে তৎকালীন ন্যাপ সাধারণ সম্পাদক মশিউর রহমান যাদু মিয়া পল্টন ময়দানে দলের পক্ষ থেকে স্বাধীনতার দাবি তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিশেষ ব্যক্তি, গোষ্ঠী বা দলের একক অবদান দাবি করে প্রকারান্তরে যারা ইতিহাসকে বিকৃতি করছে তাদের ইতিহাস ক্ষমা করবে না।

দলের ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুন নবী ডাবলু'র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন লেবার পার্টি মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, মহানগর যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আনছার রহমান শিকদার, অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এম এন শাওন সাদেকী, ছাত্র মিশন সভাপতি কামরুল ইসলাম সুরুজ প্রমুখ।

কেএইচ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।