২০ দলের বৈঠকে ‘বাক-বিতণ্ডা’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৭ এএম, ২৫ মার্চ ২০১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দ্বিতীয়বারের মত বৈঠক করেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। বৈঠকে খালেদা জিয়ার মুক্তির আগে সাংগঠনিক প্রস্তুতি ছাড়া আসন বন্টন নিয়ে কোনো আলোচনা না করার সিদ্ধান্ত হয়েছে। তবে বিষয়টি জোট নেতাদেরে মধ্যে বাক-বিতণ্ডা হয়েছে বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা যায়, সম্প্রতি ২০ দলীয় জোটের নির্বাচনী আসন বণ্টন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বৈঠকের সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে মতামত চাইলে উপস্থিত নেতাদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়।

নাম প্রকাশ না করার শর্তে জোটের এক শীর্ষ নেতা জাগো নিউজকে বলেন, ‘বিএনপি জোটের শরীকদলগুলোর মধ্যে ৫/১০ জন আছেন যারা আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছেন। এ নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। জোটের দলগুলোর কাছে বিএনপি মহাসচিব এসব বিষয়ে জানতে চান। জবাবে জোট নেতারা বলেন, দলীয় সিদ্ধান্তে তাদের নেতারা মাঠে রয়েছেন। জোট কোনো সিদ্ধান্ত নিলে সেটিই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে এ আলাপচারিতার মধ্যেই নেতারা পরস্পর বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।’

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের অপর একটি সূত্র জানায়, জোটের একজন শীর্ষ নেতা অপর এক নেতাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের যোগ্যতা ও সামর্থ্য আছে তাই আমরা বিএনপির নেতৃত্বর কাছে সম্ভাব্য নির্বাচনী প্রার্থী তালিকা দিয়েছি, এতে দোষের কী হলো? আপনারা পারলে আপনারাও দেন। আমাদেরটা আমাদেরকে বলতে হবে, বাধা দেন কেন?’

এর জবাবে অপর এক নেতা বলেন, ‘আপনি তো আমার বিষয়টা বললেন না।’ এরপরই ওই নেতা কিছুটা উত্তেজিত হয়ে বলেন, ‘আমরা কী আঞ্জুমানে মফিদুল ইসলাম যে, আমাদের কিছু নিজস্ব বলার নেই, করার থাকবে না? বিএনপির সাথে জোটবদ্ধ আছি, মামলা খাচ্ছি, গ্রেফতার হচ্ছি, অর্থ ব্যয় করছি। তাহলে বিএনপিই কেন আমাদেরকে সুনির্দিষ্ট করে কোনো পদক্ষেপ বলছে না, সেটা নিয়ে তো কেউ কথা তুলেনি? অনন্ত বিএনপির পক্ষ থেকে এটা তো বলতে পারতো যে, সম্ভাব্য জোট নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় জনগণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করুন। বরং তা না বলে যেন ২০ দলীয় জোট নেতাদের সাথে মশকরা করছে।’

তবে বৈঠকে বাক-বিতণ্ডার কথা নাকচ করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ জাগো নিউজকে বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন আগে। এর আগে অন্য কোনো আলোচনা নয়।’

কেএইচ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।