মাগুরায় দেশীয় অস্ত্র জমা দিলেন স্থানীয়রা


প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৫ জুলাই ২০১৫

গ্রামীণ সহিংসতা প্রতিরোধে মাগুরা সদর উপজেলার ডহরসিংড়া গ্রামে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহর নেতৃত্বে এসব অস্ত্র জমা নেয়া হয়। ৭৩নং ডহরসিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বেরইল পলিতা কমিউনিটি পুলিশিং কমিটি এর আয়োজন করে। অনুষ্ঠানে ডহরসিংড়া গ্রামের সামাজিক দলের নেতৃত্বদানকারী অনেক স্থানীয় গন্যমান্য ব্যক্তি ঢাল, সুড়কি, বল্লম পুলিশ সুপারের অনুরোধে জমা দেন।

দেশীয় অস্ত্র জমা নেয়ায় ওই এলাকায় মারামারি ও অসামাজিক কার্যকালাপ কমে যাবে বলে ধারণা করছে পুলিশ। ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে পুলিশ সুপার গ্রামের সামাজিক দলের নেতৃত্বদানকারী নেতাদের সালিশ দরবারসহ কোনো আইন বহির্ভূত কাজ না করতে অনুরোধ জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিক হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সদর থানার ওসি আছাদুজ্জামান মুন্সি, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার চুরির অভিযোগে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করায় ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় শুক্রবার ১৫ জন আহত ও ১৭টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে স্থানীয় মন্ডলদের প্ররোচণায়।

ভবিষতে এরূপ ঘটনার পুনারাবৃত্তি যেন না হয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করার লক্ষ্যেই শনিবার মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ এরূপ সমাজ গঠনমূলক অনুষ্ঠানের আয়োজন করেন বলে জাগো নিউজকে জানিয়েছেন।

আরাফাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।